মধুপুর এবং ভাওয়াল গড়ের অঞ্চলের অবস্থান কোন জেলায় অবস্থিত?
Solution
Correct Answer: Option B
- মধুপুর গড় বাংলাদেশের কেন্দ্রীয় অংশে অবস্থিত একটি বৃহৎ উঁচু ভূমি, যার উত্তরাংশ মধুপুর গড় এবং দক্ষিণাংশ ভাওয়াল গড় নামে পরিচিত।
- এই গড় অঞ্চলটি উত্তর দিকে জামালপুর জেলার দক্ষিণ অংশ থেকে শুরু হয়ে দক্ষিণে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বিস্তৃত।
- এর মধ্যে টাঙ্গাইল জেলা মধুপুর ও ভাওয়াল গড়ের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।
- গাজীপুর ও ময়মনসিংহ জেলার কিছু অংশও মধুপুর গড়ের অন্তর্ভুক্ত হলেও, মধুপুর ও ভাওয়াল গড়ের মূল অবস্থান হিসেবে টাঙ্গাইলকে উল্লেখ করা হয়।
- মধুপুর গড়ের দক্ষিণাংশ ভাওয়াল গড়ের জাতীয় উদ্যান গাজীপুরে হলেও, পুরো গড় অঞ্চলটি টাঙ্গাইল জেলার অংশবিশেষে বিস্তৃত।