বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে?
A ভৈরব
B চাঁদপুর
C দেওয়ানগঞ্জ
D আজমিরীগঞ্জ
Solution
Correct Answer: Option A
- বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরববাজারের কাছে সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে।
- সুরমা ও কুশিয়ারা হবিগঞ্জের আজমিরীগঞ্জে মিলিত হয়ে কালনি নাম ধারণ করে এবং ভৈরববাজারের নিকট মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।