নিচের কোনটি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম প্রবন্ধগ্রন্থ ?
A সাম্য
B যুগবাণী
C ব্যথার দান
D তুর্ক রমণীর ঘোমটা খোলা
Solution
Correct Answer: Option B
কাজী নজরুল ইসলামেরঃ
- প্রথম প্রকাশিত কবিতা 'মুক্তি'।
- প্রথম প্রকাশিত প্রবন্ধ 'তুর্কমহিলার ঘোমটা খোলা'৷
- প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'যুগবাণী'৷
- প্রথম প্রকাশিত গ্রন্থ 'ব্যথার দান'৷