মহাভারতের আদি রচয়িতা কে?
A বেদব্যাস
B কাশীরাম দাস
C কবি বাল্মীকি
D কৃত্তিবাস
Solution
Correct Answer: Option A
- মহাভারতের মূল ও আদি রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব(বেদব্যাস)।
- মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর।
- কবি কাশীরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক।