কোন পত্রিকার মাধ্যমে কাজী নজরুল ইসলামের কবি হিসেবে আবির্ভাব ঘটে?

A লাঙল

B শিক্ষা

C দৈনিক নবযুগ

D সাপ্তাহিক বিজলী

Solution

Correct Answer: Option D

১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধ থেকে ফিরে কাজী নজরুল ইসলাম তার ঘনিষ্ঠ বন্ধু মুজাফফর আহমেদের সাথে কলকাতার তালতলা লেনে বসবাস শুরু করেন। এখানেই ডিসেম্বর, ১৯২১ সালে তিনি 'বিদ্রোহী ' কবিতা রচনা করেন এবং ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় প্রকাশ করেন । কবিতাটি অসহযোগ আন্দলনের প্রেক্ষাপটে রচিত ।পরবর্তীতে এটি 'অগ্নিবীণা ' কাব্যে অন্তর্ভুক্ত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions