A rocket flying to the moon does not need wings because _.

A it has no engine

B pace has too much dust

C it has no fuel

D space is airless

Solution

Correct Answer: Option D

- রকেট চলে নিউটনের গতির তৃতীয় সূত্র দ্বারা।
- সূত্রটি হলো ‘প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে’।
- সূত্র অনুযায়ী রকেটের জ্বালানি হিসেবে তরল গ্যাসোলিন ও তরল অক্সিজেন দহন কক্ষে পাম্পের সাহায্যে প্রবেশ করিয়ে জ্বালানো হয়।
- মিশ্রণটি জ্বললেই অতি উচ্চচাপে গ্যাস উৎপন্ন হয়ে রকেটের নিচের দিকে মুখ দিয়ে বের হতে থাকে।
- তখন প্রতিক্রিয়া বলের দরুন রকেটটি ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী গ্যাস নিষ্ক্রমণের অভিমুখের বিপরীত দিকে একটি সমান ভরবেগ লাভ করে।
- ফলে রকেটের ওপর ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় এবং রকেট দ্রুততার সাথে ওপরে উঠতে থাকে।
- এ কারণে রকেটের পাখা প্রয়োজন হয় না। আর পাখা থাকলেও রকেট চাঁদে যেতে পারবে না।
- কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। অর্থাৎ চাঁদ বায়ুশূন্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions