বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ?
A বিল ক্লিনটন
B জিমি কার্টার
C নিক্সন
D রিগান
Solution
Correct Answer: Option A
- বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতা করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement) পূর্ণনাম General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina.
- উদ্দেশ্য ছিল বসনিয়া সংকট সমাধান।
- যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।