Solution
Correct Answer: Option B
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- দৃষ্টিপ্রদীপ (১৯৩৫),, আরণ্যক (১৯৩৯), আদর্শ হিন্দু হোটেল (১৯৪০), বিপিনের সংসার (১৯৪১),দুই বাড়ি (১৯৪১), অনুবর্তন (১৯৪২) ইত্যাদি উল্লেখযোগ্য।