চিকুনগুনিয়া কোন মশার কামড়ে হয়?

A কিউলেক্স

B এডিস

C ক+খ

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

-এডিস মশার কামড়ে চিকুনগুনিয়া রোগ হয়। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়। 
-এডিস মশার দুটি প্রজাতি, এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস, এই রোগ ছড়ায়। 
-এডিস মশা পরিষ্কার, স্থির জলে জন্মায়।
 
• এডিস মশার কামড়ে আরো যেসব রোগ হয় সেগুলো হলো-
-ডেঙ্গু 
-জিকা
-ইয়েলো ফিভার
-ডেঙ্গু হেমোর্যাজিক ফিভার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions