"গণমানুষের কবি" কোন সাহিত্যিকের ছদ্মনাম?

A জীবনানন্দ দাশ

B আখতারুজ্জামান ইলিয়াস

C মানিক বন্দ্যোপাধ্যায়

D দিলওয়ার

Solution

Correct Answer: Option D

কবি দিলওয়ার বাংলাদেশের একজন অন্যতম প্রধান কবি। বাংলাদেশের সাধারণ মানুষের মনের কথা তার কবিতায় স্বত:স্ফূর্তভাবে উঠে এসেছে বলে তাকে "গণমানুষের কবি" বলা হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো- 'ঐকতান, 'পূবাল হাওয়া', 'উদ্ভিন্ন উল্লাস', 'বাংলা তোমার আমার', 'রক্তে আমার অনাদি অস্থি', 'বাংলাদেশ জন্ম না নিলে', 'স্বনিষ্ঠ সনেট', 'নির্বাচিত কবিতা', 'দিলওয়ারের একুশের কবিতা', 'দিলওয়ারের স্বাধীনতার কবিতা', 'সপৃথিবী রইব সজীব' ও 'দুই মেরু, দুই ডানা','অনতীত পঙক্তিমালা'।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions