Solution
Correct Answer: Option B
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ''বাংলাদেশ স্যাটেলাইট-১' '
- এটি ১২ মে ,২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস ফ্যালকন -৯ রকেট উৎক্ষেপণ করা হয় ।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ।
- 'বাংলাদেশ স্যাটেলাইট-১' এর ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হল ১৬০০ মেগাহার্টজ এবং এর আয়ুষ্কাল ১৫ বছর ।
- এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ।
উল্লেখ্য ,'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ ৫৭ তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয় ।