একটি নির্দিষ্ট পরিমান আসলের সরল সুদ ২৫৬ টাকা।এক্ষেত্রে বার্ষিক সুদের হার এবং বছরের সংখ্যা যদি একই হয় তাহলে সুদের হার কত?

A ১২%

B ১০%

C ১৬%

D ১৮%

Solution

Correct Answer: Option C

ধরি,সুদের হার x% এবং সময় ও =x বছর
সুদের হার x% হলে
১০০ টাকার ১ বছরের সুদ =x টাকা
১০০ টাকার x বছরের সুদ =x × x=x2
প্রশ্নমতে,x2=256
   অতএব, x=16
সুতরাং সুদের হার =16%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions