একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option C
ত্রিভুজ এর পরিসীমা, 2s = (৫ + ৬ + ৭)
= ১৮ মি.
অর্ধপরিসীমা s = ১৮/২
=৯ মি.
ত্রিভুজটির ক্ষেত্রফল = √[s(s - a)(s - b)(s - c)] ব.মি.
= √[(৯(৯ - ৫)(৯ - ৬)(৯ - ৭)] ব.মি.
=√[৯ × ৪ × ৩ × ২]
=১৪.৬৯ ব.মি.
কাছাকাছি উত্তর হিসেবে ১৫ বর্গমিটারকে উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।