স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। তখন চুড়ান্ত ফলাফলে জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ।
১। বাংলাদেশ এ পর্যন্ত জনশুমারি হয় → ৬টি।
১ম → ১৯৭৪,
২য় → ১৯৮১,
৩য় → ১৯৯১,
৪র্থ → ২০০১,
৫ম → ২০১১,
৬ষ্ঠ → ২০২২।
৬। সর্বশেষ ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয় ১৫-২১জুন ২০২২ সালে।
৭। এটি দেশের → প্রথম ডিজিটাল জনশুমারি ।
৮। গণনা পদ্ধতি → Modified Defacto ।
৯। মোট জনসংখ্যা → ১৬,৫১,৫৮,৬১৬ জন।
পুরুষ → ৮,১৭,১২,৮২৪ জন।
নারী → ৮,৩৩,৪৭,২০৬ জন।
হিজড়া → ১২,৬২৯ জন।
১০। গত ১১বছরে বেড়েছে ২,১১,১৪,৯১৯ জন।
১১। পুরুষঃনারীর অনুপাত → ৯৯ঃ১০০ জন।
১২। জনসংখ্যা বৃদ্ধির হার → ১.২২% মুজাহিদ
১২। জনসংখ্যার ঘনত্ব → ১,১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)
→ ২,৫২৮ জন (প্রতি বর্গমাইলে)।