একটি সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে, এর অতিভুজ ভূমি অপেক্ষা কত মিটার বেশি?
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে,
সমকোণী ত্রিভুজের ভূমি ১২ মিটার
সমকোণী ত্রিভুজের উচ্চতা ৫ মিটার
আমরাজানি
অতিভুজ২ = ভূমি২ + উচ্চতা২
বা, অতিভুজ২= ১২২ + ৫২
বা, অতিভুজ২= ১৪৪ + ২৫
বা, অতিভুজ২= ১৬৯
বা, অতিভুজ= √১৬৯
∴অতিভুজ = ১৩
অতিভুজ ভূমি অপেক্ষা বেশি=(১৩ - ১২) মিটার
= ১ মিটার