দুইজন ব্যক্তির উচ্চতার অনুপাত ৩:৪ । যদি তাদের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার সমানুপাতিক হয় তবে ১ম ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য ৩ মিটার হলে, ২য় ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য কত মিটার হবে?
Solution
Correct Answer: Option B
প্রশ্নমতে,
১ম ব্যক্তির উচ্চতাঃ২য় ব্যক্তির উচ্চতা = ১ম ব্যক্তির ছায়াঃ২য় ব্যক্তির ছায়া
বা, ৩:৪ = ৩ঃ২য় ব্যক্তির ছায়া
বা, ৩/৪ = ৩/২য় ব্যক্তির ছায়া
বা, ২য় ব্যক্তির ছায়া × ৩ = ৩×৪ মিটার
∴২য় ব্যক্তির ছায়া = ৪ মিটার