একটি বাগানের ক্ষেত্রফল ৪৬০ বর্গ মিটার ।আয়তকার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের থেকে শতকরা ১৫ বেশি।বাগানটির দৈর্ঘ্য কত?

A ২০ 

B ২২

C ২৩

D ২৫

Solution

Correct Answer: Option C

ধরি,প্রস্থ =x
তাহলে দৈর্ঘ্য 115% of x=23x/20
অতএব ক্ষেত্রফল =x × 23x/20  [ভগ্নাংশ এর জায়গায়   1.15x ধরেও করা যায় ]
প্রশ্নমতে,
x×23x/20 =460
or,23x2=9200
or,x2=9200/23
or,x2=400
∴  x=20
সুতরাং প্রস্থ  x=20m
এবং দৈর্ঘ্য =23x/20 =(23×20)/20 =23m

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions