Solution
Correct Answer: Option C
'আনোয়ারা' গ্রন্থটি রচনা করেছেন মোহাম্মদ নজিবর রহমান। এটি তার প্রথম ও জনপ্রিয় উপন্যাস। মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর বিকাশশীলতার চিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে।
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি;
- পরিণাম;
- গরীবের মেয়ে,
- দুনিয়া আর চাই না;
- মেহেরউন্নিসা,
- প্রেমের সমাধি ইত্যাদি মোহাম্মদ নজিবর রহমান রচিত গ্রন্থ।