ক্যাপ্টেন সিতারা বেগম কয় নং সেক্টরে যুদ্ধ করেন?
A ১ নং সেক্টর
B ২ নং সেক্টর
C ৩ নং সেক্টর
D ৪ নং সেক্টর
Solution
Correct Answer: Option B
ডা. ক্যাপ্টেন সিতারা রহমান একজন নারী মুক্তিযোদ্ধা। তিনি সেক্টর-২ এর অধীনে সেখানের কমান্ডিং অফিসার ছিলেন। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি বীর প্রতীক উপাধিতে ভূষিত হন।