'হিতোপদেশ ' গ্রন্থের রচয়িতা -

A রামরাম বসু

B উইলিয়াম কেরী

C মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

D চণ্ডীচরণ মুনশী

Solution

Correct Answer: Option C

ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দের মে মাসের ৪ তারিখ। মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার লেখা সবচেয়ে বেশি গ্রন্থ প্রকাশিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ থেকে
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গ্রন্থাবলীগুলো হলো-
- বত্রিশ সিংহাসন(১৮০২),
- হিতোপদেশ(১৮০৮),
- রাজাবলী(১৮০৮),
- বেদান্তচন্দ্রিকা(১৮১৭) ও
- প্রবোধচন্দ্রিকা(১৮১৩)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions