Solution
Correct Answer: Option A
শেখ আবদুর রহিম ছিলেন সাংবাদিক, সাহিত্যিক। ১৮৫৯ সালে পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত মুহম্মদপুর গ্রামে তাঁর জন্ম।
আবদুর রহিম বহু সাময়িক পত্রের সম্পাদক ও প্রকাশক ছিলেন, যেমন:
- সুধাকর (১৮৮৯),
- ইসলাম প্রচারক (১৮৯১),
- মিহির (১৮৯২),
- মিহির ও সুধাকর (১৮৯৪),
- হাফেজ (১৮৯৭),
- মোসলেম ভারত (১৯০০),
- মোসলেম হিতৈষী (১৯১১) ও
- ইসলাম-দর্শন (১৯১৬)।
সোর্সঃ বাংলাপিডিয়া।