'কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ-- কার লেখা
A ঈশ্বরচন্দ্র গুপ্ত
B কৃষ্ণ চন্দ্র মজুমদার
C কামিনী রায়
D যতীন্দ্র মোহন বাগচী
Solution
Correct Answer: Option B
- কৃষ্ণচন্দ্র মজুমদারের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সদ্ভাবশতক’।
- তার রচিত উল্লেখযোগ্য পঙ্ক্তিগুলো হলো-
(i) কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?
(ii) যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি।
(iii) চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে?