দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ২২ ও ৩৮৫০ এবং একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যা কত হবে?
 

A ১৫৪ 

B ৩০১ 

C ৩০৮ 

D ২০৬ 

Solution

Correct Answer: Option C

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দ্বয়ের গসাগু × লসাগু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = সংখ্যা দ্বয়ের গসাগু × লসাগু
বা, একটি সংখ্যা = লসাগু × গসাগু/অপর সংখ্যা
= ২২ × ৩৮৫০/২৭৫
= ৩০৮

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions