একদল জেলে সমান দুই ভাগ হয়ে একটি নদীর দুই ঘাটে গেল, সমান তিন ভাগ হয়ে দুপুরের খাবার খেল ও সমান সাত ভাগ হয়ে বাজারে গিয়ে মাছ বিক্রয় করলো। ঐ দলে কমপক্ষে কতজন জেলে ছিল?
A ২১ জন
B ৪৮ জন
C ১৬৮ জন
D ৩৩৬ জন
Solution
Correct Answer: Option C
২ টি দল ঘাটে গেল, ৩ টি দল দুপুরের খাবার খেল ও ৭ টি দল বাজারে গেল।
ঐ দলে কমপক্ষে জেলে ছিল = ২, ৩ ও ৭ এর লসাগু = ৪২
কিন্তু অপশনে ৪২ না থাকায় ৪২ এর গুণিতক ১৬৮ অপশনে থাকায় সঠিক উত্তর ১৬৮ হবে।
৩৩৬ সংখ্যাটি ৪২ এর গুণিতক হলেও ১৬৮ ও ৩৩৬ এর মধ্যে ১৬৮ ছোট । তাই সঠিক উত্তর ১৬৮ হবে।