মালাধর বসুকে "গুণরাজ" উপাধি দিয়েছেন কে?
A ক্ষিতিমোহন সেন
B শামসউদ্দীন ইউসুফ শাহ
C আলাউদ্দিন হোসেন শাহ
D জীব গোস্বামী
Solution
Correct Answer: Option B
ভাগবত বাংলায় অনুবাদের জন্য শামসউদ্দিন ইলিয়াস শাহ মালাধর বসুকে "গুণরাজ খান" উপাধি দেন। তাঁর অনূদিত ভাগবতের নাম "শ্রীকৃষ্ণবিজয়"। এটি ১৪৮০ সালে প্রকাশিত হয়।