সুনামির (Tsumami)কারণ হলো-
A আগ্নেয়গিরির অগ্যুৎপাত
B ঘূর্ণিঝড়
C চন্দ্র ও সূর্যের আকর্ষণ
D সমুদ্র তলদেশের ভূমিকম্প
Solution
Correct Answer: Option D
- সুনামি আক্ষরিক অর্থে 'পোতাশ্রয় ঢেউ' বা 'harbor wave' এক প্রকার জলোচ্ছ্বাস, বস্তুত সুনামিতে পোতাশ্রয়েই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।
- সুনামি সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্পের, ভূমিধ্বসের কিংবা আগ্নেয়গিরির উদ্গীরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।