চর্যাপদের পুঁথিগুলো 'বঙ্গীয় সাহিত্য পরিষদ ' থেকে কত সালে বই আকারে প্রকাশিত হয়?
A ১৯০৭
B ১৯১২
C ১৯১৬
D ১৯১৮
Solution
Correct Answer: Option C
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর চর্যপদ আবিষ্কার করেনর তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।