প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধান অঙ্গ। তিনি সরকার প্রধান। বর্তমানে বাংলাদেশে সংসদীয় সরকার বিদ্যমান। তিনি হলেন মন্ত্রিসভার মধ্যমনি। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার শীর্ষে অবস্থান করছেন। বাংলাদেশ প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর হাতে। বাংলাদেশ সংবিধান মতে সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। এ ব্যাপারে বাংলাদেশ সংবিধানের ৫৮(৩)নং ধারায় বলা আছে যে, "The president shall appoint as Prime Minister the member of parliament who appears to him to command the support of the majority of the members of parliament",
প্রধানমন্ত্রীকে 'ক্যাবিনেট তোরণের স্তম্ভ' (Keystone of the Cabinet arch) বলা হয় কারনঃ
১. মন্ত্রীসভা গঠনে প্রধানমন্ত্রী ভূমিকা
২. মন্ত্রীসভার নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা
৩. জাতীয় সংসদের নেতা
৪. প্রধানমন্ত্রী নিয়োগ সংক্রান্ত ক্ষমতা
৫. রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসাবে ভূমিকা
৬. দলীয় নেতা হিসাবে ভূমিকা
৭. জাতির নেতা হিসাবে প্রধানমন্ত্রীর ভূমিকা