মতিনের বেতন জলিলের বেতনের ৪০% বেশি হলে জলিলের বেতন মতিনের বেতন অপেক্ষা কত কম?
Solution
Correct Answer: Option C
মনেকরি, জলিলের বেতন ১০০ টাকা। মতিনের বেতন ১৪০ টাকা।
এখন, মতিনের বেতন ১৪০ টাকা হলে জলিলের বেতন ১০০টাকা।
সুতরাং,
মতিনের বেতন ১ টাকা হলে জলিলের বেতন ১০০/১৪০ টাকা।
সুতুরাং, মতিনের বেতন ১০০টাকা হলে জলিলের বেতন (১০০ × ১০০) / ১৪০ = ৫০০/৭ টাকা।
সুতুরাং, জলিলের বেতন মতিনের বেতন অপেক্ষা কম = (১০০-৫০০/৭)
= ২০০/৭
= ২৮ (৪/৭)%