Solution
Correct Answer: Option B
- ইউরিয়া প্রাথমিকভাবে প্রোটিন বিপাকের উপজাত হিসাবে লিভারে তৈরি হয় এবং কিডনি দ্বারা প্রস্রাবে নির্গত হয়।.
- বৃক্ক বা কিডনি মেরুদণ্ডী প্রাণিদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা দেহের রেচন তন্ত্রের প্রধান অংশ। এর প্রধান কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ (যেমন ইউরিয়া) পৃথকীকরণ ও মূত্র উৎপাদন। মানব দেহের সমুদয় রক্ত দিনে প্রায় ৪০ বার বৃক্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়।