Solution
Correct Answer: Option A
- পরিবহন টিস্যু হলো উদ্ভিদের সেই টিস্যু যা পানি, খনিজ লবণ এবং খাদ্যদ্রব্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করে।
- এটি দুই ধরনের টিস্যুর সমন্বয়ে গঠিত—জাইলেম এবং ফ্লোয়েম।
- জাইলেম টিস্যু মূল থেকে পাতা পর্যন্ত পানি ও খনিজ লবণ পরিবহন করে, আর ফ্লোয়েম টিস্যু পাতা থেকে প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের অন্যান্য অংশে পরিবহন করে।
- যেহেতু এই টিস্যু বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে গঠিত এবং পরিবহন কাজ করে, তাই একে জটিল টিস্যু বলা হয় এবং পরিবহন টিস্যুর সমার্থক নাম হিসেবে ব্যবহৃত হয়।