একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে?

A ৩-৪ লিটার

B ৪-৫ লিটার

C ৫-৬ লিটার

D ৬-৭ লিটার

Solution

Correct Answer: Option C

রক্ত লাল রঙের তরল যোজক কলা / টিস্যু । অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা । একজন পূর্ণবয়স্ক সুস্থ পুরুষ মানুষের দেহে প্রায় ৫ - ৬ লিটার রক্ত থাকে যা মোট ওজনের ৮ % । একজন পূর্ণবয়স্ক সুস্থ মহিলা মানুষের দেহে প্রায় ৪.৫ - ৫.৫ লিটার রক্ত থাকে যা মোট ওজনের ৭ - ৮ % । রক্ত সামান্য ক্ষারীয় , চটচটে এবং অস্বচ্ছ । মানবদেহে গড়ে রক্তের পরিমাণ ৫ লিটার । রক্তের pH মাত্রা ৭.৩৫ - ৭.৪৫ এবং তাপমাত্রা 98.4 ডিগ্রী ফারেনহাইট / 36 - 38 C । রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি ( প্রায় - ১.০৬৫ ) । হেপারিন নামক পদার্থের কারনে মানবদেহে রক্ত জমাট বাঁধতে পারে না । স্বাভাবিকভাবে দেহে কোথাও কেঁটে গেলে রক্ত জমাট বাঁধতে ৪ -৫ মিনিট সময় লাগে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions