ডিপথেরিয়া রোগে মানুষের দেহের কোন অংশ আক্রান্ত হয়?
Solution
Correct Answer: Option A
- ডিপথেরিয়া রোগটি Corynebacterium diphtheriae নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ।
- এটি প্রধানত মানুষের গলা এবং শ্বাসতন্ত্রের উপরের অংশে আক্রমণ করে।
- এই রোগে গলার পিছনে একটি পুরু ধূসর বা সাদা আবরণ (pseudomembrane) তৈরি হয়, যা শ্বাস নিতে এবং খাবার গিলতে অসুবিধা সৃষ্টি করে।