সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?

A ঘনত্ব বাড়ানোর জন্য

B দ্রুত জমাট রোধ করার জন্য

C ওজন বড়ানোর জন্য

D জমাট বৃদ্ধি করার জন্য

Solution

Correct Answer: Option B

-সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম । সিমেন্টের মধ্যে নানারকম রাসায়নিক উপাদান থাকে।
-এর উপাদানগুলুর হল সামান্য ম্যাগনেসিয়াম অক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডসহ চুন , সিলিকা ,এলুমিনিয়া ও লৌহ ।
-সিমেন্টে জিপসাম যোগ করা হয় দ্রুত জমাট রোধ করার জন্য।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions