মাইকেল মধুসূদন দত্ত "হেক্টরবধ" গ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন?
A ভূদেব মুখোপাধ্যায়
B অন্নদাশঙ্কর রায়
C সমর সেন
D সত্যেন্দ্রনাথ ঠাকুর
Solution
Correct Answer: Option A
-মাইকেল মধুসূদন দত্ত "হেক্টরবধ" গ্রন্থটি একটি অসমাপ্ত গদ্যকাব্য।
-এতে মহাকবি হোমারের ইলিয়ড মহাকাব্যের কাহিনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে।
-গ্রন্থটি অনুবাদধর্মী হলেও আক্ষরিক অনুবাদ নয়।
-গ্রন্থটি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে।