"টালা অভিনয়"- মীর মশাররফ হোসেনের কি জাতীয় রচনা?

A উপন্যাস

B নাটক

C প্রবন্ধ

D প্রহসন

Solution

Correct Answer: Option B

- বঙ্কিম-রবীন্দ্র যুগে আর্বিভুত হয়েও যে কয়জন সাহিত্যিক আপন স্বাতন্ত্র্য রক্ষা করতে পেরে ছিলেন মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২) ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। বিষয় বৈচিত্র্য, জীবন-চেতনা ও শিল্প-শৈলীর প্রশ্নে তিনি উনিশবিশ শতকের বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র ভুবনের স্রষ্টা।
- ‘বিষাদ সিন্ধু’ই হলো তাঁর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ‘বিষাদ সিন্ধু’র মধ্যে দিয়েই তিনি বাঙালি পাঠকের কাছে ব্যাপক ভাবে পরিচিতি লাভ করেন।
- নাটক ও প্রহসন রচনার ক্ষেত্রেও তিনি অর্জন করেন অপরিসীম সাফল্য।
- তাঁর রচিত নাটকগুলো হলো-‘বসন্তকুমারী নাটক’, ‘জমিদার দর্পণ’, ‘বেহুলা গীতাভিনয়’, ‘টালা অভিনয়’, এবং
- প্রহসনগুলো হলো- ‘এর উপায় কি’, ‘ভাই ভাই এইতো চাই’, ‘ফাঁস কাগজ’, ও ‘একি’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions