আইলেট অব ল্যাংগারহ্যান্সের কোন কোষ ইনসুলিন হরমোন নিঃসৃত করে?
Solution
Correct Answer: Option B
-আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স প্রায় ১০ লক্ষ কোষের একটি গুচ্ছ নিয়ে গঠিত এবং অন্তঃক্ষরা
গ্রন্থি হিসেবে কাজ করে। কোষগুলো চার ধরনের হয়:
- আলফা কোষ গ্লুকাগন (glucagon) হরমোন ক্ষরণ করে যা রক্তে গ্লুকোজের
পরিমাণ বৃদ্ধি করে ।
-বিটা কোষ ইনসুলিন (insulin) হরমোন ক্ষরণ করে যা রক্তের গ্লুকোজের
পরিমাণ কমায়, ডেল্টা কোষ।