Solution
Correct Answer: Option A
- মস্তিষ্ক হলো স্নায়ুতন্ত্রের অঙ্গ ।
- স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন ।
- রেচনতন্ত্রের সাহায্যে রেচন কাজ সম্পন্ন হয় ।
- পরিপাকতন্ত্রের সাহায্যে পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় এবং শ্বাসতন্ত্রের সাহায্যে শ্বাস - প্রশ্বাসের কাজ সম্পন্ন হয় ।
- স্নায়ুতন্ত্র আমাদের শরীরের প্রধান নিয়ন্ত্রক। এদের মধ্যে মস্তিষ্ক এবংস্পাইনাল কর্ড মিলিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (central nervous system CNS) এবং এর বাইরে সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নার্ভ গুলো নিয়ে হল পেরিফেরাল নার্ভাস সিস্টেম(peripheral Nervous system)।