Solution
Correct Answer: Option D
-যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়ােজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে।
সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য, চৌম্বক তীব্রতা ইত্যাদি হল ভেক্টর রাশি।
-যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়ােজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে।
দৈর্ঘ্য,সময়,তাপমাত্রা, ভর, দ্রুতি, কাজ, তড়িৎ বিভব ইত্যাদি স্কেলার রাশির উদাহরণ।