পৃথিবী পৃষ্ঠে বস্তুর ভর ৪৯ কেজি হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুর ভর হবে?

A ৭ কেজি

B ৮ কেজি

C ৮.১৭ কেজি(প্রায়)

D ৪৯ কেজি

Solution

Correct Answer: Option D

ভর হলো কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। বস্তু পৃথিবীতে থাকুক অথবা চন্দ্রে থাকুক এতে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না। সুতরাং, পৃথিবী পৃষ্ঠে বস্তুর ভর ৪৯ কেজি হলে চন্দ্রপৃষ্ঠেও ঐ বস্তুর ভর ৪৯ কেজি হবে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions