ফিউজ তার কিসের সংকর?

A টিন ও সীসা

B টিন ও লোহা

C সোনা ও রূপা

D সীসা ও ব্রোন্জ

Solution

Correct Answer: Option A

-শর্ট সার্কিটজনিত বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বৈদ্যুতিক বর্তনীতে যে নিম্ন গলনাংক বিশিষ্ট ছোট সরু তার শ্রেণি সমবায় যুক্ত করা হয় তাকে ফিউজ (fuse) বলে।

-ফিউজ তার টিন ও সীসার সংকর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions