আয়না থেকে ২ ফুট দূরত্বে দাঁড়িয়ে, আয়নাতে আপনার প্রতিবিম্ব কতদূর দেখা যাবে?

A ৫ ফুট

B ৪ ফুট

C ৩ ফুট

D ২ ফুট

Solution

Correct Answer: Option D

সমতল দর্পণের বৈশিষ্ট্যঃ

১) সমতল দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি মসৃণ ও সমতল হয়।

২) সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।

৩) দপর্ণ থেকে বস্তুর দূরত্ব যত, দপর্ণ থেকে বিম্বের দূরত্বও ঠিক ততোই হয়।

৪) সমতল দর্পণে সৃষ্ট বিম্ব অসদ ও সোজা হয়।

৫) সমতল দর্পণে বিম্বের পার্শ্ব পরিবর্তন হয়।

৬) সমতল দর্পণে বিম্বের আকার বস্তুর আকারের সমান হয়।

- আয়না একটি সমতল দর্পণ তাই আয়না থেকে ২ ফুট দূরে দাড়ালে, আয়নার ভিতরে আপনার প্রতিবিম্বও ২ ফুট দূরে দেখা যাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions