দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ১:৩ ।এদের ক্ষেত্রফলের অনুপাত কত?

A ১:২৭

B ১:৯

C ১:১২

D ১:১৮

Solution

Correct Answer: Option B

মনে করি, 
১ম ও ২য় বৃত্তের ব্যাস যথক্রমে r একক ও ৩r একক 
 
∴ ১ম ও ২য় বৃত্তের ব্যাসার্ধ r/২ একক ও ৩r একক 
 
১ম বৃত্তের ক্ষেত্রফল/২য় বৃত্তের ক্ষেত্রফল,
={ Π(r/২) / Π(৩r/২) }
={ (r/৪) × (৪/৯r ) }
= ১/৯ 
 
 ক্ষেত্রফলের অনুপাত = ১ : ৯  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions