সুষম ষড়ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমান কত ডিগ্রি?
Solution
Correct Answer: Option B
আমরা জানি, সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ = ৩৬০° ÷ বাহুর সংখ্যা (n)।
সুষম ষড়ভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা, n = ৬।
অতএব, প্রতিটি বহিঃস্থ কোণের মান = ৩৬০° ÷ ৬ = ৬০°।
সঠিক উত্তর: (B) ৬০°