নিচের কোনটি অমূলদ সংখ্যা?

A √9

B √8

C √49

D √8/18

Solution

Correct Answer: Option B

পূর্ণ বর্গসংখ্যা ব্যতীত সকল সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। বার যে সংখ্যা p/q আকারে প্রকাশ করা যায় যেখান q এর মান 0 হবে না। 
এখানে,
√49 = 7
√8/18 = √4/9 = 2/3 যা p/q আকারে প্রকাশ করা হয়েছে।
0.5 = 1/2 যা p/q আকারে প্রকাশ করা হয়েছে।

একমাত্র √8=2.5475 পূর্ণ বর্গসংখ্যা নয় এবং  p/q আকারে প্রকাশ করা যায় না। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions