একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সে.মি.,8 সে.মি.ও 9সে.মি.।এর ক্ষেত্রফল নির্ণয় কর ।
A 26.81বর্গ সে. মি.
B 26.82বর্গ সে.মি
C 26.83বর্গ সে .মি.
D 26.84বর্গ সে. মি.
Solution
Correct Answer: Option C
মনে করি,
ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = 7 সে.মি., b = ৪ সে.মি. ও c = 9 সে.মি.।
অর্ধ -পরিসীমা s = (a + b + c)/2
= (7 + 8 + 9)/2
= 24/2 সে.মি.
= 12 সে.মি.
ত্রিভুজের ক্ষেত্রফল = √{s( s - a)( s - b) (s - c)}
= √{12(12 - 7)(12 - 8)(12 - 9)} বর্গ সে.মি.
= √(12 × 5 × 4 × 3) বর্গ সে.মি.
= √720 বর্গ সে.মি.
= 26.83 বর্গ সে.মি.