কোন আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনাফার হার নির্ণয় কর।

A আসল ৩০০০ টাকা ও মুনাফার হার ১০%

B আসল ৩৫০০ টাকা ও মুনাফার হার ২০%

C আসল ৪০০০ টাকা ও মুনাফার হার ১২.৫%

D আসল ৪৫০০ টাকা ও মুনাফার হার ২০.৫ %

Solution

Correct Answer: Option C

আসল ৮ টাকা হলে সুদ = ৩ টাকা এবং সুদাসল ৮+৩=১১ টাকা
এখন সুদাসল ১১ টাকা হলে আসল ৮ টাকা
  সুদাসল ১ টাকা হলে আসল =৮/১১ টাকা
সুদাসল ৫৫০০ টাকা হলে আসল (৮×৫৫০০)/১১ =৪০০০ টাকা

সুতরাং সুদ =৫৫০০ - ৪০০০ =১৫০০ টাকা
আবার,
৪০০০ টাকার ৩ বছরের সুদ =১৫০০ টাকা
১ টাকার  ১ বছরের সুদ =১৫০০/(৪০০০×৩) টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ =(১৫০০×১০০)/(৪০০০×৩)
                 =১২.৫%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions