নিচের নম্বর সিরিজে কোনটি বসবে? ১, ২,৮,৪৮, ৩৮৪
A ১৯৮০
B ৩৮৪০
C ২৮৪০
D ৪৬২০
Solution
Correct Answer: Option B
এখানে খেয়াল করুন ২কে ৪দ্বারা গুন করলে পরের সংখ্যা ৮পাওয়া যায়, আবার প্রাপ্ত ৮কে ৬দ্বারা গুন করলে ৪৮ পাওয়া যায়, ৪৮ কে ৮ দ্বারা গুন করলে পরের সংখ্যা ৩৮৪ পাওয়া যায়। এবার দেখুন ৩৮৪ এর সাথে কত গুন করবেন? আচ্ছা প্রতিটি সংখ্যার সাথে আপনি নিজে যে সংখ্যাটি গুন করেছেন সেগুলো একটু দেখুন। আপনি প্রথমে ৪ তারপর ৬,তারপর ৮ গুন করেছেন। এবার সেই সিরিয়াল অনুযায়ী পরের সংখ্যাটি কত গুন করবেন? ৪,৬,৮ তারপর নিশ্চয় ১০ হবে? কারণ জোড়া সংখ্যাগুলোই তো সিরিয়াল করে আসছে। অতএব ৩৮৪ এর সাথে ১০ গুন করলে হয় ৩৮৪০।