উদ্ভিদের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য কোন সারটি সর্বোচ্চ ব্যবহৃত হয়-
A ইউরিয়া
B নাইট্রোজেন-ফসফরাস-পটাশিয়াম (NPK)
C অ্যামোনিয়াম নাইট্রেট
D টিএসপি
Solution
Correct Answer: Option A
- নাইট্রোজেন (N) সমৃদ্ধ সার ব্যবহার করুনঃ ইউরিয়া, নাইট্রোজেন-ফসফরাস-পটাশিয়াম (NPK), অ্যামোনিয়াম নাইট্রেট।
- কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সারগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যবহৃত হয় ইউরিয়া সার।
- দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত সার ডিএপি (DAP)।