Solution
Correct Answer: Option B
ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বলের উদাহরণ। কারণ, ঘর্ষণ বলের কারণে যেকোনো বস্তুর উপর কাজ করলে সেই কাজের শক্তি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা যায় না; বরং তা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে হারিয়ে যায়। অন্যদিকে, মাধ্যাকর্ষণ বল, তড়িৎ বল ও চৌম্বক বল—এগুলো সংরক্ষণশীল বল, অর্থাৎ এদের দ্বারা করা কাজ পুনরুদ্ধার করা সম্ভব।